Advanced search options

Or


Any Questions? 8481800413

ফের বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল Darjeeling Toy Train পরিষেবা

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, আগামী ২রা আগস্ট থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত এনজেপি-দার্জিলিং এবং দার্জিলিং-এনজেপির মধ্যে টয় ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। এই রুটে ট্রেনের যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে বছরের শুরুতে জানুয়ারি মাসেও টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। এবার বর্ষাকালে ফের টয় ট্রেন পরিষেবা বন্ধ রাখা হল।


ছবি প্রতীকী