Advanced search options

Or


Any Questions? 8481800413

মন কি বাতেও সেই নীরবতা ভাঙল না

ভারতজুড়ে শুরু হয়েছে বন্যা। এই সময়ে বন্যা ত্রাণ কাজে NDRF এবং সেনাবাহিনী যেভাবে কাজ করেছে তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশের বেশিরভাগ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কথা বলেছেন। কিন্তু মণিপুর নিয়ে তিনি নীরব ছিলেন। তবে মণিপুরের পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা হবে সে বিষয়ে কোনো নির্দেশনা নেই। প্রধানমন্ত্রী মণিপুরবাসীকে কোনো বার্তা দেননি। ৩ মে মণিপুরে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়। ইস্যুতে নীরব থাকার জন্য মোদির সমালোচনা করা হয়েছে। কিন্তু মন কি বাতেও সেই নীরবতা ভাঙল না।