Advanced search options
তৃণমূল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রাজ্যে কর্মসূচি ঘোষণা করেন মহঃ সেলিম

সিপিআইএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম স্পষ্ট জানিয়েছেন যে তিনি পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। এ দিন বহরমপুরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে বাম ও তৃণমূলের মধ্যে কোনও নির্বাচনী জোট নেই। উপরন্তু, তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন সম্পর্ক রয়েছে। ভাই আজ বিদেশ চলে গেছে বলেও মন্তব্য করেন সেলিম। অন্যদিকে, তিনি এও বলেছেন যে যারা বিজেপিতে যোগ দিতে চলে গেছে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকেও কটাক্ষ করেন তিনি। সেলিম বলেন, এক সময় তিনি মুখ্য সচিব ছিলেন। এখন তাকে প্রতিদিন হাইকোর্টে ছুটতে হচ্ছে। অন্যদিকে বিডিওদের বিষয়ে তিনি বলেন, সরকার বলছে, বিডিওরা অন্যায় করে যাচ্ছে, আর সরকার পাশে থাকবে।