Advanced search options

Or


Any Questions? 8481800413

বিষ্ণুপুরে বসানো হল টোল গেট

আগামী ১ অগাস্ট থেকে চার চাকা বা তার বেশি যানবাহনের ক্ষেত্রে টোল ট‍্যাক্স জারি করতে চলেছে বিষ্ণুপুর পুরসভা। এই নতুন নিয়মের প্রভাব এসে পড়ে পর্যটন সহ স্থানীয় বাসিন্দাদের ওপরেও। পুরসভার এই সিদ্ধান্তে শুরু হয়েছে রাজনৈতিক কানাঘুষো। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে টোল গেট। বিষ্ণুপুর পুরসভা রীতিমত টেন্ডার করে এই কর আদায়ের দায়িত্ব দিয়েছে একটি বেসরকারী সংস্থাকে। ছোট চার চাকা গাড়ির ক্ষেত্রে ৩০ টাকা, ট্রাক্টর ও মাঝারি গাড়ির ক্ষেত্রে ৫০ টাকা ও বড় বাস বা ট্রাকের ক্ষেত্রে ১০০ টাকা হারে এই কর আদায় করা হবে। এই ঘটনায় রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে বিষ্ণুপুর শহরের বিভিন্ন সংগঠন। তবু নিজেদের সিদ্ধান্তে অনড় বিষ্ণুপুর পুর কর্তৃপক্ষ। বিষ্ণুপুর পৌর প্রধান গৌতম গোস্বামী বলেন, “বোর্ড অব কাউন্সিলের মিটিংয়ের মারফত বৈধ টেন্ডার পাস করিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


ছবি প্রতীকী