Advanced search options
বর্ষপূর্তির উদযাপনে 'Straight up with Shree'



জনপ্রিয় টক শো ‘Straight Up with Shree’ তার একবছরের যাত্রা সম্পন্ন করল এক মনোজ্ঞ ও হৃদয়গ্রাহী সন্ধ্যার মধ্য দিয়ে। ২১শে জুন, শনিবার সন্ধ্যায় দ্য পার্ক হোটেলের রোজউড ব্যাঙ্কোয়েটে আয়োজিত হল এই সেলিব্রেশন, যেখানে একত্র হলেন টলিউডের তাবড় তারকা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা —সাস্বত চট্টোপাধ্যায়, হিয়া চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, সোলাঙ্কি রায়, বিবৃতি চট্টোপাধ্যায়, সুহত্র মুখোপাধ্যায়, সৃজলা গুহ, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শন ব্যানার্জী, সন্দিপ্তা সেন, ঋত্বব্রত মুখার্জী এবং বিশ্বনাথ বসু। এছাড়াও সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিলেন বিশিষ্ট রাজনৈতিক নেতা দিলীপ ঘোষ ও অভিনেতা তথা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। একবছর ধরে শ্রীর সঞ্চালনায় এই শো দর্শকদের মন জয় করে নিয়েছে তার খোলামেলা, সোজাসাপটা কথাবার্তা ও স্নেহময় পরিবেশের জন্য। সেলিব্রেশনের সন্ধ্যায় অতিথিরা নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন, কীভাবে ‘Straight Up with Shree’ তাদেরকে এক ভিন্ন অভিজ্ঞতা দিয়েছে—একটা প্ল্যাটফর্ম, যেখানে তারা নিঃসংকোচে নিজেদের কথা বলার সুযোগ পেয়েছেন।অনুষ্ঠানস্থল ছিল দৃষ্টিনন্দন, সাজানো হয়েছিল থিম অনুযায়ী—আলোকসজ্জা, ব্যাকড্রপ ও স্মৃতিময় ছবির গ্যালারিতে ভরা ছিল গোটা অনুষ্ঠান। এক বিশেষ ভিডিও প্রেজেন্টেশনও প্রদর্শিত হয় যেখানে শো-এর সেরা মুহূর্তগুলি তুলে ধরা হয়। শ্রী নিজেও এক আবেগঘন বক্তব্যে ধন্যবাদ জানান তাঁর দর্শক, অতিথি এবং টিমকে, যাঁদের ভালোবাসা ও সহযোগিতায় এই শো আজ তার প্রথম বর্ষপূর্তি উদযাপন করতে পেরেছে। একবছরের সাফল্যের পর ‘Straight Up with Shree’ এখন আরো বড় পরিসরে এগিয়ে চলার প্রস্তুতিতে। দর্শকদের প্রত্যাশা, নতুন গল্প, নতুন অতিথি, এবং আরও অনেক 'স্ট্রেট আপ' মুহূর্তে ভরপুর একটি আরও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে। এই সাফল্য শুধু একটি অনুষ্ঠানের নয়, বরং এটি সেই সাহসিকতা ও আন্তরিকতার উদযাপন যা সোজাসাপটা কথায় নতুন মাত্রা যোগ করেছে।