Advanced search options
ক্রাউন রেজা

কলকাতা, ২৯ মার্চ ২০২৫— মুর্শিদাবাদে জন্ম ও বেড়ে ওঠা "দ্যা ক্রাউন লুব্রিকেন্ট" এর মালিক ক্রাউন রেজা এবার টলিউডে অভিনয়ের দুনিয়ায় অভিষেক করতে চলেছেন। তাঁর প্রথম চলচ্চিত্রের শুটিং শীঘ্রই শুরু হতে যাচ্ছে , যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ক্রাউন রেজা, যিনি ব্যবসায়িক ক্ষেত্রে সফলতার পাশাপাশি এখন অভিনয় জগতেও নিজের স্থান করে নিতে চলেছেন। ক্রাউন রেজার এই নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তাঁর অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।