Advanced search options

Or


Any Questions? 8481800413

প্রেমের সপ্তাহে আসছে বড়পর্দার ছবি 'সেলাই'

সম্প্রতি কলকাতার উপকন্ঠ নিউটাউনের সিগমা ক্যাফেতে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বড় পর্দার ছবি ' সেলাই ' আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেলো। উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলী এবং অনুরাগীরা। সংবাদ মাধ্যমকে পরিচালক স্বরূপ পাল বলেন " এটি একটি টানটান নিউ এজ লাভ স্টোরি আমরা চেয়েছি সম্পর্কের গভীরতাকে এমনভাবে তুলে ধরতে যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী চাপ ফেলবে"। ছবির কাস্টিং এ রয়েছে বেশ কয়েকজন নতুন নতুন প্রতিভা, প্রীতি কে. , ময়ূখ ভট্টাচার্য , চিত্রাঙ্গদা সমাদ্দার , এবং সাগ্নিক কোলে , তাদের সবারই এটা বড় পর্দায় প্রথম কাজ । অভিজ্ঞ অভিনেতা রজতাভ দত্ত দেবাশীষ সেন শর্মার অসাধারণ অভিনয় সেলাইকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। এছাড়াও জনপ্রিয় মুখ হিসেবে মিরাক্কেল খ্যাত শুভদীপ ঘোষ , সুমন সেনের উপস্থিতি ছবির আকর্ষণ বহুগুণ বাড়িয়েছে। ছবিটির সিনেমাটোগ্রাফির কাজ করেছেন সৈকত বালা এবং সম্পাদনার দায়িত্ব সামলেছেন প্রণয় দাশগুপ্ত। সহযোগী সহযোগী পরিচালক ও সম্পাদক তীর্থঙ্কর রায় সুজনশীল অবদান ছবিটিকে পরিপূর্ণতা দেয়। চিত্রকর প্রোডাকশন এন্ড স্টুডিও র প্রথম বড়পর্দার ছবি 'সেলাই ' মুক্তি পেতে চলেছে প্রেমের সপ্তাহে। সম্পর্কের গভীরতা এবং ভালোবাসার চিরন্তন রূপ দেখতে নিকটবর্তী প্রেক্ষাগৃহে ভিড় করবেন দর্শকরা এটাই প্রত্যাশা।