Advanced search options

Or


Any Questions? 8481800413

দর্পণ শারদ সম্মান ২০২৪

দর্পণ শারদ সম্মান ২০২৪ 'সেরা আলোকসজ্জা ' বিভাগে পুরস্কৃত হলেন সিকদার বাগান সাধারণ দুর্গোৎসব কমিটি। ১১২ তম বর্ষে তাদের এই বছরের ভাবনা মানবতার উৎসব (কাঁটাতারে ফুল ফুটিয়ে স্বপ্ন সীমাহীন)। সমগ্র পরিকল্পনা ও নির্দেশনা রয়েছেন শিল্পী গোপাল পোদ্দার, আবহে পন্ডিত দেবজ্যোতি বোস, আলোক নির্দেশনায় প্রেমেন্দ্র বিকাশ চাকি। সৃষ্টির শুরুতে সবই ছিল অভিন্ন, তারপর আসে তোমার আমার; চলে আসে বেড়াজাল, চলে আসে সীমানা। আর সেই সীমানার কাঁটা তার হয়ে উঠেছে এ বছরের শিল্পীর ভাবনার মূল বিষয়বস্তু। কাঁটাতার যে কেবলই বিভেদ সৃষ্টি করে সেই কাঁটাতার যদি হয়ে ওঠে এক শিল্পীর অনন্য শিল্প ভাবনা, তখন অজান্তেই ভালোবাসা জন্মায়। মন থেকে বেরিয়ে আসে একটাই কথা কাঁটাতার তুমি কত ভালো। সেই কাঁটাতারে হরেক রকমের আলোর সমাহারে ফুটে উঠেছে এক অন্য জগৎ, এবছরের সিকদার বাগান সাধারণ দুর্গোৎসব কমিটির মন্ডপসজ্জায়।