Advanced search options
দর্পণ শারদ সম্মান ২০২৪
দর্পণ শারদ সম্মান ২০২৪ 'ঐতিহ্যের ধারক ও বাহক' বিভাগে পুরস্কৃত হলেন সিমলা স্পোর্টিং ক্লাব দুর্গোৎসব কমিটি। ৮৭ তম বর্ষে তাদের এ বছরের ভাবনা নতুন গ্রাম। বর্ধমান জেলার পরিচিত গ্রাম নতুন গ্রাম। সেখানকার কাঠের পুতুল শিল্প এবং সেখানকার অজানা শিল্পীর অসাধারণ শিল্প কার্য্যকে স্মৃতি মেদুরতায় পাথেয় করে শিমলা স্পোর্টিং ক্লাব তাদের অক্লান্ত পরিশ্রম ও অভূতপূর্ব শিল্পকে সকলের কাছে ফুটিয়ে তুলতে চেয়েছেন তাদের মন্ডপ সজ্জার মাধ্যমে।