Advanced search options
দর্পণ শারদ সম্মান ২০২৪

দর্পণ শারদ সম্মান ২০২৪ 'সেরা পরিকল্পনা রূপায়ণ' বিভাগে পুরস্কৃত হলেন কাঁকুরগাছি যুবকবৃন্দ শারদোৎসব কমিটি। ৯৫ তম বর্ষে তাদের এ বছরের ভাবনা রূপকার। ভাবনায় রয়েছেন শিল্পী পাপাই সাঁতরা। একজন প্রতিমা শিল্পী যেমন প্রতিমার রূপদান করেন, ঠিক তেমনই একজন মণ্ডপ শিল্পী সুদৃশ্য মন্ডপ নির্মাণ করেন। অনুরূপভাবে একজন দর্জি পেশাগত ভাবে কাপড় কাটা, সেলাই করা, রিপু করা ইত্যাদি একাগ্রচিত্তে করে থাকেন। দর্জিরা তাদের নিপুন হাতে কত সুন্দর সুন্দর বস্ত্র নির্মাণ করেন। এখানেই শেষ নয়। বরং একজন দর্জি দক্ষতার সঙ্গে জানলা - দরজার পর্দা, এমনকি অসাধারণ সব বেডকভার তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দেন, যেগুলো কিনা আমাদের গৃহের সৌন্দর্য বৃদ্ধি করে। আগেকার দিনে দর্জিদের সেলাই মেশিন ছিল না। কাঁচি, সুই ও সুতো দিয়ে তারা কাজ করতেন। কিন্তু পরবর্তী সময়ে তারা সেলাই মেশিন ব্যবহার করতে আরম্ভ করেন। এমনকি এমব্রয়ডারির কাজও তারা করেন। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। আর দেবী দুর্গার এবং দেবী সরস্বতী, দেবী লক্ষ্মীর পরনের শাড়ি, ব্লাউজ ইত্যাদিও দর্জিরা তাদের নিপুন হাতে নির্মাণ করেন। বস্তুতঃ তাদের হাতের যাদুতে দেবী দুর্গার সুন্দর রূপটি বিকশিত হয়। অন্তরালে থাকা সেইসব রূপকারদের তথা দর্জিদের যাপিত জীবনের খন্ডচিত্র তুলে ধরা হয়েছে কাঁকুরগাছি যুবকবৃন্দের মন্ডপ সজ্জায়।