Advanced search options
দর্পণ শারদ সম্মান ২০২৪
দর্পণ শারদ সম্মান ২০২৪ 'সেরার সেরা' বিভাগে পুরস্কৃত হলেন নাকতলা উদয়ন সংঘ দুর্গোৎসব কমিটি। ৩৮ তম বর্ষে তাদের এ বছরের ভাবনা একান্নবর্তী। ভাবনায় রয়েছেন শিল্পী শ্রী রিন্টু দাস। নগরায়ন, শিল্পায়ন, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিকাশের ফলে বহুতল কংক্রিটের জঙ্গলে 'ফ্ল্যাট কালচার' এর আড়ালে যৌথ পরিবার গুলো ভেঙে একক পরিবারে রূপান্তরিত হচ্ছে। প্রায় হারিয়ে যাওয়া যৌথ একান্নবর্তী পরিবার গুলো ছিল সামাজিক শৃঙ্খলার মূল ভিত্তি। পরিবারের অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল বট বৃক্ষের ছায়ার মত। ওনারা নানান ঝড় - ঝাপটা থেকে পরিবারকে আগলে রাখতেন। সকলের মধ্যে ভাগ করে দেওয়া হতো সংসারের নানান খুঁটিনাটি কাজ ও হেঁসেলের দায়িত্ব। বর্তমানে স্মার্ট - ফোনের প্রভাবে এবং অ্যাপ - নির্ভর পরিষেবা বিস্তারের ফলে আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারযোগ্য দ্রব্য সর্বোপরি সুস্বাদু ও মুখরোচক খাদ্য নিমেষে ঘরের দুয়ারে এসে হাজির হয়ে যাচ্ছে। ঘরোয়া রান্না ছেড়ে স্মার্টফোনের বোতাম টিপে চটজলদি পছন্দসই রেস্তোরাঁর হরেক রকম খাদ্য - সমাহার নিয়ে আসাটা এখন অভ্যাসে পরিণত হয়েছে এই প্রজন্মের। পরিবারের সকল সদস্যদের সঙ্গে একত্রিত হয়ে একই হাঁড়িতে মা - ঠাকুমার হাতের রান্না খাওয়া এখন বিরলতম দৃশ্য। হারিয়ে যাওয়া এই পারিবারিক মেলবন্ধনের প্রেক্ষাপটে সেজে উঠেছে এ বছরের নাকতলা উদয়ন সংঘের মন্ডপসজ্জা।