Advanced search options

Or


Any Questions? 8481800413

দর্পণ শারদ সম্মান ২০২৪

দর্পণ শারদ সম্মান ২০২৪ 'সেরা আবহ' বিভাগে পুরস্কৃত হলেন আহিরীটোলা যুবকবৃন্দ দুর্গোৎসব কমিটি। ৫৪ তম বর্ষে তাদের এ বছরের ভাবনা আলপনা। মন্ডপসজ্জার পরতে পরতেও তাই আলপনার আয়োজন। প্রবেশদ্বার, মেঝে ও প্যান্ডেলের দেওয়ালে রয়েছে আলপনা, শিল্পের আঙ্গিকেই যা তুলে ধরেছে নানাবিধ সাংকেতিক তাৎপর্য। পদ্মদল যেমন শুদ্ধতার স্মারক, শঙ্খচিহ্ন সামগ্রিক মঙ্গলের বার্তাবাহী। মন্ডপসজ্জায় আলপনার অন্তর্ভুক্তিতে এই গুঢ় অর্থগুলো প্রতিভাত হবে জনমানসে। মন্ডপসজ্জার সাথেই সাযুজ্য রেখে দেবী প্রতিমাও সেজে উঠেছে আলপনায়। চালচিত্র থেকে প্রতিমার বেশভূষা, গহনা মূর্ত হয়েছে আলপনাতেই। পুজো শিল্পের সঙ্গে আলপনার যে ঐকান্তিক যোগাযোগ, তা সামগ্রিকভাবেই ধরা পড়বে পুজোর শিল্পের পরিমণ্ডলে। দুর্গাপূজো বাঙালির প্রাণের মিলন। সমারোহের আন্তরিক উৎসব। শিল্পের সম্মিলিত উদযাপন। উত্তর কলকাতার ঐতিহ্য ও বাংলার আলপনা মিলেমিশে ফুটে উঠেছে এবছরের আহিরীটোলা যুবকবৃন্দের মন্ডপসজ্জায়।