Advanced search options

Or


Any Questions? 8481800413

দর্পণ শারদ সম্মান ২০২৪

দর্পণ শারদ সম্মান ২০২৪ 'সেরা প্রতিমা' বিভাগে পুরস্কৃত হলেন নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব । ৯২ তম বর্ষে তাদের এ বছরের ভাবনা শহরনামা। ভাবনায় রয়েছেন প্রদীপ্ত কর্মকার ও প্রতিমা শিল্পী সিদ্ধার্থ পাল। এক আজব শহর আমাদের এই কলকাতা। সকাল থেকে শুধু দৌড়াচ্ছে হাজার হাজার কর্মব্যস্ত শহরবাসী আর বহিরাগত। সারাদিন ধরে তৈরি করে চলেছি হাজার হাজার টন জঞ্জাল। ভোরের নরম আলো সবে যখন ছড়িয়ে পড়ে শহরের প্রতিটি গলি থেকে রাজপথে ঠিক তখনই শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এক বিশেষ গোষ্ঠীর মানুষ বেরিয়ে পড়েন এই শহরকে আবর্জনা মুক্ত করে, ঘষে মেজে ঝকঝকে করে তুলতে। একটু বেলায় শহর যখন কর্মব্যস্ত জীবন শুরু করে তার আগেই সকল আবর্জনা সাফ হয়ে, কিছু পুনর্ব্যবহারযোগ্য হয়ে এক জীবন্ত, সুন্দর, প্রাণচাঞ্চল্যে ভরপুর শহরে পরিণত হয়।

যে সমাজ বন্ধুরা এইভাবে শহরকে প্রতিদিন নীরবে ক্লেদ মুক্ত করেন, তারা সাধারণের অন্তরালেই থেকে যান বেশিরভাগ সময়। অথচ তাদের জীবনে না আছে অর্থের প্রাচুর্য না আছে সুস্থ জীবন। সব ভুলে কেবলমাত্র সংসার ভরণ পোষণের জন্য তারা এই নোংরা, পচা দুর্গন্ধ যুক্ত আবর্জনা সাফ করে যান বছরের পর বছর, আমাদের উপহার দেন সুস্থ জীবন। দুর্গাপুজোর সময়ও এনারা শহরকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার ঝকঝকে এক শহর উপহার দেন সকলকে, সেটাকেই আমরা ভাসিয়ে দিই আলোর ঝরনায়, উদযাপিত হয় আনন্দমুখর শারদ উৎসব। যাদের ছাড়া আমরা এক দিনও চলতে পারি না, তাদের হাত ধরেই আজ উৎসবের দিনে ধুয়ে মুছে সাফ হয়ে যাক যত পাপ, কলুষতা, অহং বোধ, নৃশংসতা। সার্থক হোক শারদ উৎসব।

এই আমাদের শহরনামা। সহস্রকণ্ঠে বেজে উঠুক: তোমরাই আসল দুর্গা, তোমরাই আমাদের দুর্গা। এই ভাবনা নিয়েই সেজে উঠেছে এবছর নলিন সরকার স্ট্রিট সর্বজনীনের মন্ডপসজ্জা।