Advanced search options

Or


Any Questions? 8481800413

দর্পণ শারদ সম্মান ২০২৪

দর্পণ শারদ সম্মান ২০২৪ 'সেরা ভাবনা' বিভাগে পুরস্কৃত হলেন তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ৫৯ তম বর্ষে তাদের এ বছরের ভাবনা পৃথিবী গদ্যময় ('মানুষ বাঁচার জন্য খায়, নাকি খাওয়ার জন্য বাঁচে?')। প্রতিমা ও পরিকল্পনায় রয়েছেন পরিমল পাল। বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে বহাল বিভিন্ন দ্বিচারিতার মধ্যে হয়তো সবথেকে প্রাসঙ্গিক এটিই। যেখানে প্রতিনিয়ত জীবনের অস্তিত্ব ও ইন্ধনের পারস্পরিক যোগসূত্রের হিসেবে গরমিল লেগেই থাকে। নানান লৌকিক বা সামাজিক অনুষ্ঠানে একদিকে উদযাপিত হয় খাবার অপচয়ের উৎসব আর তার পাশাপাশিই একদল মানুষ ভোজনের মিষ্টি ঘ্রাণ সুঁকেই অপেক্ষায় থাকে দুমুঠো আস্বাদনের। মানবতার কি নির্মম পরিহাস! বিভিন্ন রেস্টুরেন্টে তথাকথিত আধুনিক স্মার্টনেস রক্ষা করতে গিয়ে প্লেটে অবশিষ্ট খাবার হেলায় ফেলে দেওয়ার ফলস্বরূপ আগামীতে পৃথিবী ডুবতে পারে খাদ্য সংকটে। ধর্মীয় আবেগে বশবর্তী হয়ে ভক্তরা যেমন প্রচুর পরিমাণ খাদ্যদ্রব্য অবলীলায় অপব্যয় করে তেমনি এই ধর্মীয় উপাচার, উৎসব উপলক্ষেই ভোগ বিতরণে ক্ষুধা মেটে অগণিত অভুক্ত প্রাণের। তাই সিদ্ধান্ত আমাদেরই হাতে। মায়ের সকল সন্তানই যাতে দুধে না হলেও অন্তত ভাতে থাকতে পারে। আর রাতের আকাশে যেন পূর্ণিমার চাঁদের সৌন্দর্য নির্দ্বিধায় উপভোগ্য হয়ে ওঠে। কেননা পেটে পর্যাপ্ত পরিমাণে রুটি মজুদ থাকলে গদ্যময় পৃথিবীতেও মানুষ খুঁজে পায় ছন্দ। এই ভাবনা নিয়েই সেজে উঠেছে এ বছর তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির মন্ডপসজ্জা।