Advanced search options
"দর্পণ শারদ সম্মান ২০২৪"

ডিজিটাল দর্পণ টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আসন্ন শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিজিটাল দর্পণের একটি বিশেষ নিবেদন "দর্পণ শারদ সম্মান ২০২৪"।
কোন ২৪টি সেরা পুজো নির্বাচিত হবে , আর কারা হবে সেরার সেরা?
ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে "দর্পণ শারদ সম্মান ২০২৪" এর প্রতিযোগিতায় অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফর্ম। আপনাদের জন্য রইল সেই ফর্মের লিংক।রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করে তা পূরণ করার সময় নিয়মাবলী গুলি অবশ্যই দেখে নেবেন।