Advanced search options

Or


Any Questions? 8481800413

অনাথ আশ্রমে বিক্রম চ্যাটার্জি

নিজে সারাজীবনে যা কিছু পায়নি তা অন্যদের উজাড় করে দেওয়া, নিজে আগুনে পুড়ে অন্যকে আলো দেওয়া, আবার যে কিনা অনাথ বাচ্ছা, বসস্ক মানুষদের জীবনে ভগবানের মতো আসে, তার নাম 'সূর্য'। এমনই এক গল্প বলবে বিক্রম চ্যাটার্জি অভিনীত নতুন ছবি 'সূর্য'। 'সূর্য' চরিত্রে দেখা যাবে অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে। সম্প্রতি শহরে এক অনাথ আশ্রমে দেখা গেল অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে। সারাদিন অনাথ বাচ্চাদের সাথে ড্র‍য়িং করে, কেক কেটে, খাওয়া দাওয়া করে সময় কাটান। এছাড়াও ওইদিন অনাথ বাচ্চাদের সাথে বিক্রম চ্যাটার্জির সঙ্গ দিয়েছিলেন ছবির অভিনেত্রী দর্শনা বনিক ও পরিচালক শিলাদিত্য মৌলিক। প্রকাশ্যে সেই বিশেষ মূহুর্তের ছবি, ভিডিও।