Advanced search options
একের পর এক শুভেচ্ছাবার্তা বিক্রম চ্যাটার্জির ঝুলিতে

আগামী ১৯শে জুলাই খুব শীঘ্রই বড়োপর্দায় মুক্তি পাবে পরিচালক শিলাদিত্য মৌলিক পরিচালিত ও বিক্রম চ্যাটার্জি অভিনীত নতুন ছবি 'সূর্য'। ইতিমধ্যেই ছবির গান ও ট্রেলার দর্শকদের প্রচুর ভালোবাসা অর্জন করেছে। ছবিতে বিক্রম চ্যাটার্জির বিপরীতে দেখা যাবে অভিনেত্রী মধুমিতা সরকার ও দর্শনা বনিক কে। উমা চরিত্রে দেখা যাবে মধুমিতা সরকার কে ও দিয়া চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দর্শনা বনিক কে। এর আগে 'পারিয়া' ছবি মুক্তির আগে শুভেচ্ছা জানিয়েছিলেন সুপারস্টার ববি দেওল। এবার 'সূর্য' মুক্তির আগে তামিল সুপারস্টার আর. মাধাবান শুভেচ্ছাবার্তা জানালেন। এই একই গল্পে অভিনয় করেছিলেন আর. মাধাবান, ছবির নাম ছিল 'মারা'। এবার বাংলা ভাষায় সেই একই গল্প নিয়ে, সেই একই প্রযোজক প্রদীপ চক্রবর্তী তৈরি করেছেন 'সূর্য'। সুপারস্টার আর. মাধাবান জানান, "মারা খুব স্পেশাল তার জন্য। এবারে এক গল্প নিয়ে বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে 'সূর্য'। আশা করছি সুপারহিট হবে 'সূর্য'। অফুরন্ত শুভেচ্ছা বিক্রম চ্যাটার্জি। ইভোভেটিভ ফিল্মস ও পরিচালক শিলাদিত্য মৌলিক কে শুভেচ্ছা"। আগামী ১৯শে জুলাই বড়োপর্দায় মুক্তি পাবে 'সূর্য'।