Advanced search options
প্রকাশ্যে এলো নতুন গান "তোকে ছাড়া"

সম্প্রতি মুক্তি পেল জে ডি প্রোডাকশন প্রযোজিত, অভিষেক রঞ্জন ও এনসি মল্লিক অভিনীত নতুন মিউজিক ভিডিও "তোকে ছাড়া"। ভিডিওটি মুক্তি পেয়েছে জ্যোতি মিউজিক বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। ভিডিওটিতে কিছু ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স রয়েছে যা প্রধান জুটির প্রেমকে রিপ্লে করে। গানটি গেয়েছেন রনি ও গুপিকা গোস্বামী ও গানের কথা লিখেছেন জুয়েল মল্লিক। এখানে দেখা যাবে নায়কের অতীতের কোনো এক ঘটনা স্বপ্নে ধরা দিয়েছে। তার সাথে একটি মেয়েটির ভালোবাসার সম্পর্ক ছিল, তবে মেয়েটির প্রতি অধিকারবোধের জন্ম হয় নায়কের। তারপর তাদের ভালোবাসায় আসে বিচ্ছেদ। কি কারণে এই বিচ্ছেদ সেই সিকোয়েন্স নিয়েই মূলত এই মিউজিক ভিডিও।পরিচালনায় ছিলেন অভি বন্দোপাধ্যায়।
গত ২৫শে জুন পরিচালক এবং অন্যান্য কলাকুশলীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল "তোকে ছাড়া" মিউজিক ভিডিওটি। বাংলাদেশে সদ্য রেকর্ড হওয়া এই গানটি যে সীমান্ত বেড়া পার করে এপারেও সবার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে সেই ব্যাপারে সবাই খুবই আশাবাদী। আর আপনাদের জন্য রইল সেই মিউজিক ভিডিওর লিংক।