Advanced search options

Or


Any Questions? 8481800413

আসছে শর্টফিল্ম 'শ্রুতিমধুর'

একেবারে অন্যরকম সম্পর্কের গল্প নিয়ে আসছে নবাগত পরিচালক আর চট্টোপাধ্যায়-এর পরিচালনায় নতুন ছবি 'শ্রুতিমধুর'। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন পরিচালক, প্রযোজক সপ্তাশ্ব বসু। অবশেষে প্রকাশ্যে এল সেই স্বল্পদৈর্ঘের ছবির ফার্স্ট লুক। ছবিতে 7 বছরের বিবাহিত দম্পতি অর্ণব এবং শ্রুতির গল্পকে তুলে ধরা হয়েছে। একটি 2 বছর বয়সী কন্যার সাথে আপাতদৃষ্টিতে তাদের একটি সুখী পরিবার বলে মনে হলেও শ্রুতির ফোনে আসা একটি কল তাদের ছোট্ট সুখী পরিবারটিকে তছনছ করে দেয় এবং তারা পরস্পর দ্বিধাগ্রস্ততার সম্মুখীন হয়। ছবিতে অর্ণব এবং শ্রুতির চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে জনপ্রিয় ইউটিউবার উন্মেষ গাঙ্গুলি এবং শ্রুতির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপালা চৌধুরী। ছবির অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন দীভান্সী ও অপ্রতীম চট্টোপাধ্যায়। টলিউডের একাধিক নামকরা অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতিতে সম্প্রতি হয়ে গেল 'শ্রুতিমধুর' ছবির স্পেশাল স্ক্রিনিং। ছবিটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। এছাড়াও ছবির মিউজিক-এর দ্বায়িত্বে রয়েছেন শিল্পী ঈশান মিত্র ও ছবির স্ক্রিপ্ট লিখেছেন অর্ণব ভৌমিক। পরিচালক আর চট্টোপাধ্যায় জানান, "এই ছবিটি তিনটি মানুষের জীবনের কাহিনী নিয়ে তৈরি হয়েছে। প্রতিটি মানুষের জীবনের ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ, সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। খুব একটা মিষ্টি গল্প এই 'শ্রুতিমধুর'। আশা করছি দর্শকদের ভালো লাগবে"। এছাড়াও এ প্রসঙ্গে পরিচালক প্রযোজক সপ্তাশ্ব বসু জানান, " নিও স্টুডিওস থেকে নবাগত পরিচালক, অভিনেতাদের কে লঞ্চ করাটা খুব ভালো লাগছে নিজেকে। খুবই ভালো একটা গল্প এই 'শ্রুতিমধুর'। প্রতিটি চরিত্রে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী দারুন পারফর্ম করেছে। দর্শকদের ভালো লাগবে গল্পটা"। 'নিও স্টুডিওস'- এর ব্যানারে খুব তাড়াতাড়ি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে শর্টফিল্ম 'শ্রুতিমধুর'।