Advanced search options
প্রথমবার ছোটপর্দায় আসছে "বাঘাযতীন"

গত বছর উনিশে অক্টোবর সিনেমা হলে মুক্তি পেয়েছিল "বাঘাযতীন"। দর্শকদের যথেষ্টই প্রসংশা পেয়েছিল সিনেমাটি। আর এবার ২৩ শে জুন টেলিভিশনের পর্দায় প্রথমবার "বাঘাযতীন" ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। সেই সময়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি যারা দেখতে পারেননি তাদের জন্য তো এটা সুবর্ণ সুযোগ।
"বাঘাযতীন" একটি ঐতিহাসিক অ্যাকশন ড্রামা, যেখানে যতীন্দ্রনাথ মুখার্জি কীভাবে বাঘাযতীন হয়ে ওঠেন এবং ভারতের স্বাধীনতার লড়াইয়ে তাঁর অবদানের কাহিনী উঠে এসেছে। চলচ্চিত্রটিতে ৯২ জন মুক্তিযোদ্ধার একটি চিত্তাকর্ষক সংযোজন দেখানো হয়েছে, যা তাদের স্বাধীনতার জন্য সম্মিলিত সংগ্রামকে তুলে ধরে।
সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দেব, বাঘাযতীন-এর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সৃজা দত্ত, এছাড়াও সুদীপ্তা চক্রবর্তী,রোহন ভট্টাচার্য আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। সিনেমাটির পরিচালনা করেছেন অরুণ রায় এবং সংগীত পরিচালনা করেছেন নীলায়ন চ্যাটার্জি।
স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ভারতের বিভিন্ন ভাষায় বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা হলেও; বাঙালি বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে নিয়ে কখনো কোন তথ্যচিত্র বা সিনেমা হয়নি । তাই এই ঐতিহাসিক সিনেমাটিকে যদি না দেখেন তবে এই সুযোগ মিস করবেন, তাই অবশ্যই চোখ রাখবেন ২৩ শে জুন ঠিক দুপুর ১ টায় স্টার জলসার পর্দায় "বাঘাযতীন"।