Advanced search options
ট্রেন বাতিলে ভোগান্তি নিত্যযাত্রীদের

রবিবার হাওড়া-বর্ধমান শাখায় চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। সিগন্যাল এবং রেললাইন মেরামতির কাজ চলার জন্য ‘পাওয়ার ব্লক’ করার জন্য রবিবার (৩০ শে জুলাই) হাওড়া-বর্ধমান মেন এবং হাওড়া-বর্ধমান কর্ড শাখায় বাতিল বহু লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন।