Advanced search options
শ্যুটিং ফ্লোরে রহস্যজনক মৃত্যু অভিনেত্রী-র



অবশেষে প্রকাশ্যে পরিচালক আতিউল ইসলাম পরিচালিত 'মহরত' ছবির টিজার পোস্টার। ইতিমধ্যেই শ্যুটিং শেষ হয়েছে নতুন ছবি 'মহরত'- এর। মুখ্য চরিত্রে অভিনয় করছেন মীর আলম, রিত্তিকা সেন, দেবলীনা দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায়, স্বরলিপী ঘোষ প্রমুখরা। ছবির স্ক্রিপ্ট লিখেছেন অনুভব ঘোষ। কলকাতা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে চলছে প্রথমদিনের শ্যুটিং। ডিভোর্স এর প্রায় তিন বছর পরে শ্যুটিং ফ্লোরে দেখা হয় অভিনেত্রী অপর্ণা মুখার্জির প্রাক্তন স্বামী পেশায় নামকরা চিত্র পরিচালক সৃজন বন্দ্যোপাধ্যায়-এর। আর সেই শ্যুটিং ফ্লোরেই শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। সিআইডির দুই দাপুটে তদন্তকারী অফিসারের হাতে আসে অপর্ণা মুখার্জির খুনের কেস। এই তদন্তের মধ্যে উঠে আসে ওই সিনেমার হিরো সোহেল খান-এর নাম, যিনি বাংলাদেশ থেকে কলকাতাতে এসেছেন। ছবির গতি যত এগোতে থাকে,ততই খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া। তদন্ত যত গভীরে যায়, তত যেন মানুষের সাথে মানুষের সম্পর্কের সমীকরণ, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে। চলতি বছরে সালিমা খাতুন এর প্রযোজনাতে বড়ো পর্দায় মুক্তি পাবে ছবি 'মহরত'।