Advanced search options
মুক্তি পেল 'পারিয়া টু'-র মোশান পোস্টার



চলতি বছরে 'পারিয়া'-র দূর্দান্ত সাফল্যের পর এবার আসছে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের 'পারিয়া টু'।পরিচালকের জন্মদিনে 'পারিয়া টু'-র আভাস পাওয়া গেলেও অভিনেতা বিক্রম চ্যাটার্জির জন্মদিনে মুক্তি পেল 'পারিয়া-র ভলিউম টু'-র মোশান পোস্টার। যেখানে দেখা যাচ্ছে এক কুকুরের মুখোশ পরে বন্দুক হাতে অভিনেতা বিক্রম চ্যাটার্জি। ছবিতে মুখ্য চরিত্রে আবারও অভিনেতা বিক্রম চ্যাটার্জি। 'পারিয়া টু'- তে বিক্রম চ্যাটার্জি ছাড়াও থাকবেন অঙ্গনা রায়,দেবাশীষ রায়,বিমল গিরি,দেবপ্রসাদ হালদার প্রমুখরা। যারা পারিয়া-র প্রথম ভাগে জিবীত ছিলেন। এছাড়াও থাকছেন আরো নানা নতুন চরিত্র ও নতুন অভিনেতারা। তবে খলনায়কের চরিত্রে থাকছে আরো এক বড়ো চমক। 'পারিয়া'-এ শুধু কুকুরদের কথা বলা হয়েছিল, কিন্তু এবার 'পারিয়া টু' শুধু কুকুরদের জন্য নয়, বরং পুরো প্রানিজগতের অস্তিত্ব রক্ষার লড়াই তুলে ধরবে। ছবিতে একদিকে যেমন বিক্রম চ্যাটার্জি অভিনীত লুব্ধকের ব্যাকস্টোরি দেখানো হবে, অন্যদিকে 'পারিয়া' যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে শুরু হবে লুব্ধকের জার্নি। পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের কথায়, "মানুষ আজ পশুপাখির জগতে ঢুকে পড়েছে। জঙ্গল কেটে রাস্তা তৈরি করছে, ইমারত তৈরি করছে - সেই সব প্রশ্ন তুলবে 'পারিয়া টু'। কুকুরের মতোন অনান্য জীব জন্তুদের ওপর যে ক্রমাগত অত্যাচার করে চলেছে মানুষ তার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী থাকবে পারিয়ার এই ভাগে"। এ প্রসঙ্গে অভিনেতা বিক্রম চ্যাটার্জি জানান, "পারিয়া ওয়ান এর জন্য নিজের লুক পুরো পাল্টে ফেলেছিলাম। এবারে আরো খাটনি থাকবে। এবার যেহেতু দুটো টাইমলাইন থাকবে, একবার ওজন বাড়াতে হবে, একবার ওজন কমাতে হবে। খাওয়াদাওয়ার পরিবর্তন ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে"। এই বছরের পুজোর শেষে শুরু হবে 'পারিয়া টু'- এর শ্যুটিং।