Advanced search options

Or


Any Questions? 8481800413

ঘোষনা হল নতুন বাংলা ছবি 'তাহাদের কথা'- এর শুভমুক্তির তারিখ

যাদের সমাজে খুব একটা পরিচিতি নেই বা যাদের কথা কেউ শুনতে চায় না, তাদের কথা নিয়েই পরিচালক সুব্রত ঘোষের ছবি 'তাহাদের কথা' আসছে বড় পর্দায়। এরআগে ছবির ট্রেলার মুক্তি পেলেও সম্প্রতি ঘোষিত হল ছবি মুক্তির দিন। ছবিতে রফিকুল চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋষভ বসু-কে। একজন নকশাল আন্দোলনের কর্মী হিসাবে অভিনয় করেছেন অভিনেতা ঋষভ বসু। অন্যদিকে অনলের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত, রাজনন্দিনী-কে দেখা যাবে সুস্মিতার চরিত্রে ও প্রিয়াঙ্কা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তৃষা দাস-কে। একজন ক্যাবারে ডান্সার হিসাবে অভিনয় করেছেন অভিনেত্রী তৃষা দাস। ছবিতে একদিকে যেমন জুটি হিসাবে অভিনয় করছেন অভিনেতা ঋষভ বসু ও তৃষা দাস। অন্যদিকে অভিনেত্রী রাজনন্দিনী পালের সাথে জুটিতে দেখা যাবে অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত-কে। একটি কর্পোরেট অফিসে চাকরি করে অনল, যে ভালোবাসে সুস্মিতাকে। তাদের প্রেম কি পরিনতি পাবে? সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে 'তাহাদের কথা'। এককথায় বলতে গেলে এই ছবি এমন সব সাধারণ মানুষের জীবনের গল্প বলবে, যারা সবার থেকে আলাদা। এছাড়াও ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দীপক হালদার, অমিত সাহা, বিশ্বনাথ বসু, অরিন্দম বাগচি, ভদ্রা বসু, কৃষ্ণেন্দু দেওয়ানজি প্রমুখ। ছবিটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। ছবিতে গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও কিঞ্জল চ্যাটার্জী এবং মিউজিক করেছেন সপ্তক সানাই দাস। আগামী ২৪শে মে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।