Advanced search options

Or


Any Questions? 8481800413

পর্দায় এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-কে নিয়ে হতে চলেছে বায়োপিক? হ্যাঁ ঠিকই শুনছেন। আর পরিচালক আব্দুল আলিম পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা কিঞ্জল নন্দ-কে। সূত্রের খবর, পর্দায় কবি কাজী নজরুল ইসলামের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল ইসলাম সম্পর্কে পড়াশোনা করছেন তিনি। কিঞ্জল ছাড়াও ছবিতে অন্যান্য বিশেষ চরিত্রে থাকবে বিখ্যাত কিছু অভিনেতা অভিনেত্রীরা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের শৈশব থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে এই ছবিতে। বাংলা ও বাংলার বাইরে ছবির শ্যুটিং হবে।বর্তমানে ছবির স্ক্রিপ্ট লেখার কাজ প্রায় শেষ। ছবিতে স্ক্রিপ্ট লিখছেন সৌগত বসু। বর্তমানে কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন কাহিনী নিয়ে রিসার্চ চলছে। এ প্রসঙ্গে অভিনেতা কিঞ্জল নন্দ জানান, "শীতকালে এই ছবির শ্যুটিং শুরু হবে। ছবিতে অনেকটা 'প্রস্থেটিক' মেকআপের বিষয় রয়েছে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে"। পরিচালক আব্দুল আলিম জানান,"এই ছবিটি নিয়ে আমরা শ্যুটিং এ খুব তারাহুরো করতে চাই না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবটাই তুলে ধরা হবে এই ছবিতে৷ আমরা প্রতিটি দিক নিখুঁত ভাবে রিসার্চ করছি। ছবিতে কিঞ্জল নন্দকে প্রানবন্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কে দেখতে পাবে দর্শক"। এই ছবির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছবির মিউজিক। আর ছবির মিউজিক ডিরেক্টর হিসাবে হয়তো থাকছেন  মিউজিক ডিরেক্টর জয় সরকার। এই প্রসঙ্গে তার সঙ্গে কথা চলছে। এছাড়াও ছবিতে এডিটর হিসাবে থাকবেন অর্ঘকমল মিত্র।