Advanced search options
আবারও চমক কালার্স বাংলায়



কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলি বরাবরই একের পর এক চমকের দ্বারা তাদের দর্শকদের মাতিয়ে রাখে। এমনই এক জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'-য় দেখা যাচ্ছে, কৃষ্ণার স্বামী রাম কিন্তু একেবারেই রোমান্টিক নয়, এই নিয়ে কৃষ্ণার ভারী অভিমান। রাম কৃষ্ণার কাছাকাছি আসার জন্য অনেক চেষ্টা করেও বিফল হয়। তাই কৃষ্ণার মন গলানোর উপায় খুঁজে বের করতে, রাম আসে কুণালের কাছে। আর কুনালের পরামর্শেই রাম কৃষ্ণার সামনে হাজির হয় এক অন্য বেশে অর্থাৎ প্রেমগুরু শাহরুখ খানের সেই বিখ্যাত 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'-র 'রাজ'-এর বেশে। তবে এইসব করার জন্য সে আরও একটি মতলব আঁটে। রাম লাড্ডুতে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির সবাইকে এক অন্য জগতে পাঠিয়ে দিলেও ঠাম্মি কিন্তু তার এই পরিকল্পনার শিকার হননি। রাম ও কৃষ্ণা যখন কাছাকাছি আসার চেষ্টা করে তখন তাদের সামনে হাজির হন তাদের অত্যন্ত প্রিয় ঠাম্মি। তিনি পুরো বিষয়টিকে ভিডিও রেকর্ড করেন যা দেখে লজ্জায় লাল হয়ে যায় নব দম্পতি। আগামীদিনে 'রাজ'(রাম) কি পারবে তার 'সিমরান'(কৃষ্ণা)-এর মন জয় করতে? জানতে হলে দেখতে হবে 'রাম কৃষ্ণা', প্রতিদিন বিকেল ৭:৩০টায়, শুধুমাত্র কালার্স বাংলায়।