Advanced search options

Or


Any Questions? 8481800413

এবার 'সংরক্ষন'- এর পাশে টলি তারকারা

শহরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল বৃদ্ধাশ্রম 'সংরক্ষন'- এর। মিনা শেঠী- এর তত্ত্বাবধানে নতুন রূপে, নতুন ভাবে সেজে উঠেছে বৃদ্ধাশ্রম 'সংরক্ষন'। যেখানে বাড়ির সিনিয়ারদের যত্নে রাখার সুবন্দোবস্ত রয়েছে। আর এই উদ্যোগ কে সফল করতে মিনা শেঠী পাশে পেয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, ইন্দ্রনীল সেনগুপ্ত, সৌভিক দে, অভিজিৎ গুহ, মৌবনি সরকার প্রমুখকে। এই প্রসঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি জানান,"এমন একটা প্রয়াসের সাথে যুক্ত হতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। এখানে যেমন সবাই ফ্যামিলির মতো সবাই কে আগলে রাখে সেটা খুব ভালো লাগার। সবাই কে যত্নে রাখার জন্য 'সংরক্ষন'- এর এই পথ চলা খুব ভালো হোক"। অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত জানান," আমাদের শহরে অনেক মানুষ আছে, যাদের সন্তানরা বিদেশে থাকেন। বাবা মায়ের যত্ন নেওয়ার জন্য 'সংরক্ষন'- এর ভূমিকা অনবদ্য। আশা করছি আমাদের যাদের প্রিয়জনরা শহরের বাইরে থাকেন, তাদের পরিবারের খেয়াল রাখার জন্য এই উদ্যোগ দারুন"।সবশেষে 'সংরক্ষন'- এর প্রধান মীনা শেঠী জানান,"এখানে আমাদের সদস্যদের মধ্যে অনেকে শিক্ষক আছেন। সবাইকে সুস্থ ও ভালো রাখার জন্য সেইসব মানুষ গুলো নিজেদের সমর্পণ করেছে। এই উদ্দ্যোগ- এর জন্য পুরো টিমকে শুভেচ্ছা"।