Advanced search options

Or


Any Questions? 8481800413

বাংলার ছেলের প্রশংসায় পঞ্চমুখ বিগ বলিউড

খুব শীঘ্রই বড়ো পর্দায় মুক্তি পাবে  নতুন বলিউড ফিল্ম "মা কালি"। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন  অভিনেত্রী রাইমা সেন, অভিষেক সিং। আর এই ছবিরই তিনটি গানের মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করেছেন বাংলার ছেলে অনুরাগ হালদার। তার পরিচালনায় ছবিতে গান গেয়েছেন বলিউডের নামীদামী শিল্পীরা। ছবিতে তিনটি আলাদা ধরনের গানের মধ্যে প্রথম গান 'ভারত মা' গেয়েছেন কৈলাশ খের, দ্বিতীয় গান 'ফাগুন হাওয়ায়' গেয়েছেন সনু নিগম ও অনুরাগ হালদার, তৃতীয় গান 'সাইয়ান ভে' গেয়েছেন অনুরাগ হালদার। মিউজিক ডিরেক্টর অনুরাগ হালদার জানান, "এই ছবিতে সনু নিগম ও কৈলাশ খের স্যার এর সাথে কাজ করার দারুন অভিজ্ঞতা। ছবির কনসেপ্টের সঙ্গে গান গুলো খুব মানানসই ভাবে তৈরি করা হয়েছে। আশা করছি খুব ভালো লাগবে গানগুলো দর্শকদের"। শিল্পী কৈলাশ খের জানান, "এই সিনেমায় অনুরাগ হালদার এর তৈরি করা গান টা মানুষের মন ছুয়ে যাবে। দারুন কম্পোজিশন, দারুন সুর। ছবির সাথে এই গানটা খুব ভালো মানিয়েছে"। শিল্পী সনু নিগম জানান, " এই প্রথম কোনো সিনেমায় রবীন্দ্র সংগীত গাইলাম। এটা সম্ভব হয়েছে অনুরাগ হালদার এর জন্য। পুরোপুরি আলাদা ভাবে উপস্থাপন করা হয়েছে গানটা। অনুরাগ হালদার বাংলার আগামী দিনের সম্পদ"।