Advanced search options
খুব শীঘ্রই আসছে 'মিহিরা'


হিন্দি সিনেমায় আমরা অভিনেতা রাহুল রায়ের নাম অনেক শুনেছি। তবে, এই প্রথমবার বাংলা সিনেমাতেও অভিনয় করতে চলেছেন তিনি। প্রযোজক সজল বর্মন এর প্রযোজনায় 'চিরাগ গ্রুপ অফ কোম্পানি'-র ব্যানারে ও পরিচালক বাবাই সেন-এর পরিচালনায় খুব শীঘ্রই বড়ো পর্দায় আসছে 'মিহিরা'। এই থ্রিলার ছবিতেই একদম ভিন্ন চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাহুল রায়। এর আগে বলিউডের 'আশিক' সিনেমায় সবার মন কেড়েছিলেন অভিনেতা রাহুল রায়। ছবির আরো একটি প্রধান চরিত্রে পুরোপুরি ভিন্ন লুকে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা খরাজ মুখার্জি-কে। এছাড়াও ছবির অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় বিশ্বাস, সজল বর্মন, কৃতি চক্রবর্তী, প্রদীপ বর্মন, সজল বর্মন প্রমুখরা। সূত্রের খবর, পাহাড়ের কোলে নর্থ বেঙ্গলে পুরো ছবির শ্যুটিং হবে। ছবিতে বেশ কয়েকটি গানের মধ্যে একটি নাচের গানও থাকছে। পরিচালক বাবাই সেন জানান, "আমাদের শ্যুটিং এই মাসের শেষে শুরু হবে। রাহুল রায় এর সাথে ইতিমধ্যে আমাদের সমস্ত কথা হয়ে গিয়েছে, একটি ভিন্ন ধরনের চরিত্রে রাহুল রায় কে দেখা যাবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে ছবিটা"।