Advanced search options

Or


Any Questions? 8481800413

আসছে 'সরলরেখা'

বাস্তব জীবনের ঘটনার প্রেক্ষাপট-কে কেন্দ্র করে আসছে জেনিথ প্রোডাকশন হাউসের ব্যানারে প্রযোজক রবীন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে পরিচালক জয়দেব মন্ডলের পরিচালনায় নতুন ছবি 'সরলরেখা'। যেখানে বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়নের জেরে, তাদের তিক্ত সম্পর্কের সমীকরণের কারণে তাদের একমাত্র সন্তানকে প্রতিনিয়ত সমাজের কাঠগড়ায় দাঁড়াতে হয়। যা, চিরাচরিত সমাজ ব্যবস্থার দিকে আঙুল তোলে। এরকমই এক সম্পর্কের সমীকরণের গল্প বলবে 'সরলরেখা'। খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হতে চলেছে।