Advanced search options

Or


Any Questions? 8481800413

কালার্স বাংলায় আরও একটি চমক

কালার্স বাংলার বিভিন্ন ধারাবাহিক বরাবরই তাদের দর্শকদের মন জয় করে এসেছে। এদের মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো 'সোহাগ চাঁদ'। যেখানে সব বাধা-বিপত্তি কাটিয়ে পরিবারের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সোহাগ ও চাঁদের একে অপরের প্রতি গভীর ভালোবাসা ফুটে উঠেছে এই ধারাবাহিকে। আরো একটি বড় চমক নিয়ে আসতে চলেছে এই ধারাবাহিকটি , যা হলো 'কোর্টরুম কমেডি'। জানা গিয়েছে, অর্ণ বসু ও খোয়াই-এর মেয়ে কোপাই-এর কাস্টডি ছিনিয়ে নিতে অর্ণ বসু আদালতকে নানা ভাবে প্রভাবিত করার চেষ্টা করে। অন্যদিকে, খোয়াই এবং সায়ন তাদের নতুন ছোট্ট পরিবারে কীভাবে সুখ শান্তি বজায় রাখা যায় তারজন্য  মরিয়া চেষ্টা করে। অর্ণ বসুর ষড়যন্ত্র যাতে ব্যর্থ হয় তার জন্য খোয়াই ও সায়ন-এর আইনজীবী এক মতলব আঁটে। সে হোয়াই ও সায়ন-কে একে অপরকে বিয়ে করার পরামর্শ দেয়। যেহেতু অর্ণ এবং খোয়াই-এর অনেক বছর আগেই আইনি বিচ্ছেদ হয়েছে, তাই এই অপ্রত্যাশিত মিলনই হতে পারে তাদের জন্য একটি তুরুপের তাস। সোহাগ ও চাঁদ বরাবরই তাদের পরিবারের পাশে থেকেছে তাই এবারও তারা এই মতলবে সামিল হয়। তারা চুপিসারে একটি কালীমন্দিরে সায়ন ও খোয়াই-এর বিয়ে দেয় এবং পরের দিন কোর্টরুমে বিয়ের সার্টিফিকেট পেশ করে। অর্ণ বসু কি তাহলে কোপাই-কে খোয়াই-এর থেকে ছিনিয়ে নিতে পারবে? সে কি সায়ন ও খোয়াই-কে সুখে শান্তিতে সংসার করতে দেবে? জানতে হলে অবশ্যই দেখতে হবে 'সোহাগ চাঁদ' প্রতিদিন  সন্ধ্যে ৭:০০টায়, শুধুমাত্র কালার্স বাংলায়।