Advanced search options

Or


Any Questions? 8481800413

ধর্মঘটের জেরে পেছালো 'এমি অ্যাওয়ার্ডস'

সেপ্টেম্বর মাসে হলিউডে হওয়ার কথা ছিল 'এমি অ্যাওয়ার্ডস'। কিন্তু ধর্মঘটের জেরে স্থগিত রাখা হল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুধুমাত্র ন্যায্য পারিশ্রমিক নয়, সিনেমা বা ওয়েব সিরিজে AI(Artificial Intelligence) ব্যবহারের বিরুদ্ধেও আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক সহ বহু চিত্রনাট্যকার। এর আগেও তারা নিজেদের দাবিদাওয়া নিয়ে বিভিন্ন প্রযোজনা সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। কিন্তু সমাধান না মেলায় ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটকে সমর্থন করে লন্ডনে ‘ওপেনহাইমার' ছবির প্রচার ছেড়ে বেরিয়ে যান কিলিয়ান মর্ফি, এমিলি ব্লান্টের মতো তারকারা। এছাড়াও ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন ছোটপর্দার অভিনেতারা।